বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার আম্পায়ারের সঙ্গে অসদাচরণ সাব্বিরের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় সিলেট সিক্সার্সের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে।জাগো নিউজের সঙ্গে আলাপে ম্যাচ রেফারি দেবব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাট করার সময় এলবিডবিøউ হন সাব্বির। সে সময় কোন কিছু না বললেও ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় আম্পায়ার মাহফুজুর রহমানকে নিজের আউট নিয়ে অসদাচরণ করেন সাব্বির। যা আচরণবিধি ভঙ্গের শামিল।
আম্পায়ার মাহফুজুর রহমানের জবানবন্দী ও সাব্বিরের সাথে কথা বলে ম্যাচ রেফারি দেবব্রত পাল সিলেটের আইকন এই তারকার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন। যেটি অঙ্কে প্রায় দেড় লাখ টাকা। শুধু জরিমানাই নয় এই ঘটনায় তার নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সাব্বির। এর আগে ঢাকার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে টস করতে দেরি করায় সিলেটের অধিনায়ক নাসির হোসেনকে সতর্ক করা হয়।
গত আসরেও গুরুতর পর্যায়ের শৃঙ্খলা ভাঙায় সাব্বিরকে জরিমানা করা হয়েছিল প্রায় ১২ লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন