বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পুরুষ-নারীর আলাদা পোশাকের প্রয়োজন নেই : জেডেন স্মিথ

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

হলিউডের তরুণ অভিনেতা জেডেন স্মিথের মাথার ভেতরে কী চলছে তা তিনি আর স্রষ্টাই জানেন। কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছেন ১৮তম জন্মদিনে তিনি তার লিঙ্গ কর্তন করবেন আর এবার তার ভাষ্য হল নারী-পুরুষ যেই হোক না তারা যে কোনো ধরনের পোশাক পরিধান অধিকার থাকা দরকার তা যে লিঙ্গকে উদ্দেশ্য করে তৈরি হোক না কেন।
১৭ বছর বয়সী অভিনেতাটি প্রায় সবসময় স্কিন টাইট ট্রাউজার্সের ওপরে লম্বা স্কার্ট পরিধান করে থাকেন এবং তার ফ্যাশন রুচিও স্বতন্ত্র।
অভিনয় দম্পতি উইল স্মিথ এবং জেডা পিঙ্কেট স্মিথের ছেলেটি স¤প্রতি কার্ল লাগারফেল্ডের নতুন চ্যানেল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জানান, তিনি বুঝতে পারেন না মানুষ কেন পোশাক পরিধানের সময় নারীর না পুরুষের তা নিয়ে বাছবিচার কেন করে।
“আমার মনে হয় লিঙ্গভিত্তিক মানের ব্যাপারে মানুষ বিভ্রান্ত। আমার ধারণা মানুষ বিষয়টি বুঝতে পারে না। আমি বলছি না যে আমি বুঝি, আমি বলতে চাই আমি আলাদা করে কিছু দেখি না। আমি মেয়েদের পোশাক বা পুরুষদের পোশাক আলাদা করে দেখি না, আমি শুধু ভীত মানুষ আর আরামভোগী মানুষ দেখতে পাই,” জিকিউ স্টাইল সাময়িকীকে জেডেন বলেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন