বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাকিস্তান দূতাবাস কাশিমবাজার কুঠি খালেদা জিয়া ঘষেটি বেগম -শাজাহান খান

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর থেকে তাকে হত্যার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ঢাকার পাকিস্তান হাইকমিশনে ষড়যন্ত্র হয়। দূতাবাস এখন কাশিমবাজার কুঠি এবং খালেদা জিয়া এ যুগের ঘষেটি বেগম। তিনি বলেন, জামায়াত-বিএনপি স্থানীয়ভাবে ষড়যন্ত্রের জাল বোনে এবং পাকিস্তান তাদের ফুলিয়ে-ফাঁপিয়ে তোলে। পাকিস্তান থেকে যুদ্ধাপরাধীদের এনে বিচার করা না হলে এ ষড়যন্ত্র বন্ধ হবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ’৭১-এর খুনি, লুটপাটকারী ও ধর্ষকদের নিয়ে দেশ চালিয়েছিল। তাই দেশ এগিয়ে যায়নি। এখন দেশের মানুষের মাথাপিছু আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। মুদ্রাস্ফীতি কমায় দ্রব্যমূল্য সহনীয় আছে। ১৯৭১ সালের গণহত্যাকে আন্তর্জাতিকভাবে হলোকস্ট হিসেবে স্বীকৃত করতে আমরা পারিনি বলে উল্লেখ করে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের আহŸান জানান। গতকাল শনিবার খুলনা মহানগরীর শহীদ হাদীস পার্কে আয়োজিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী এ আন্দোলনের কেন্দ্রীয় আহŸায়ক। গতকালের সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের খুলনার আহŸায়ক মহানগর আ’লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন খুলনা জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি, ইসমত গাজী কামাল, এসএম কামাল হোসেন, খুলনার জাপা নেতা মোল্লা মজিবর রহমান, জাসদ নেতা রফিকুল হক খোকন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সরদার মাহবুবুর রহমান, মহানগর যুবলীগের আহŸায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও শ্যামল সিংহ রায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন