শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাহিদ হাসানের ধারাবাহিক সেন্টিমেন্টাল সেলিম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ১৫ নভেম্বর, ২০১৭

ছেলে হিসেবে সেলিম খুব ভালো। ব্যক্তিজীবনে আবেগী। কথায় কথায় রেগে যাওয়া তার অভ্যাস। আবার সে রাগের জন্য অনুশোচনায়ও ভোগেন। কিন্তু তার এ সেন্টিমেন্টোল স্বভাব পাল্টাতে পারেন না। এ কারণে পরিবার, প্রেমিকা থেকে শুরু করে সবাই তার উপড় মহা বিরক্ত। সেলিমের সেন্টিমেন্টাল যে সব সময় বিরক্তির কারণ, তা নয় । এজন্য অনেকে উপকৃতও হয়। সেলিম সবার উপকার করতে চায়। কিন্তু মাঝে মাঝে সেটা হিতে বিপরীত হয়। তার এ বিপরীত কর্মকান্ড নিয়েই সেন্টিমেন্টাল সেলিম। এমন কাহিনী নিয়ে আরিটভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক সেন্টিমেন্টাল সেলিম। হামেদ হোসেন নোমান ও মেজবাহ উদ্দীন সুমন-এর রচনা এবং জাহিদ হাসানের পরিচালনায় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। প্রচার হচ্ছে শুক্র, শনি ও রবিবার রাত ৯ টা ১০ মিনিটে। নাটকে আরও অভিনয় করেছেন তানজিকা, সাজু খাদেম,নাফিসা কামাল ঝুমুর, আরফান, মনসুর আলী, ফেরদৌসী আহমেদ লিনা, নদীসহ, তাসনুভা এলভিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন