শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াইয়ের আভাস

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মোঃ গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে

আগামীকাল অনুষ্ঠিত হবে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ পর্যায়ে প্রার্থীরা তাদের ভোট কেন্দ্রে এজেন্টসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে প্রথমবারের মতো নৌকা, ধানের শীষ ও স্বতন্ত্র প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে রয়েছেন। এদের মধ্যে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী অটোরিকশার মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। উপজেলার তালোড়া ইউনিয়ন চেয়ারম্যানের একটি পদে বিএনপির মনোনীত মোজাফফর রহমান ঠা-া ধানের শীষ, আওয়ামী লীগের মনোনীত তছলিম উদ্দিন আকন্দ নৌকা ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ মেহেরুল ইসলাম অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এবার ইউনিয়ন নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ বা উৎসাহ না থাকলেও ভোটাররা জানান, তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন এবং মনোনীত প্রার্থীকে ভোট দেবেন। প্রার্থীদের মধ্যে বিএনপির মনোনীত মোজাফফর রহমান ঠা-া দীর্ঘদিন যাবত এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিএনপি এলাকা হিসেবে পরিচিত এ এলাকায় তিনি বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে স্থানীয় সাবেক সংসদ সদস্যকে সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ জনগণকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সে ক্ষেত্রে তার পরিচিতিসহ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাও রয়েছে। অপরদিকে আ.লীগের মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন আকন্দ নতুন। স্থানীয় রাজনৈতিকভাবে তিনি কোনো শীর্ষ পদে দায়িত্বে না থাকায় এলাকায় তার জনপ্রিয়তা তুলনামূলক কম। ভোটাররা তার বিজয়সহ প্রতিদ্বন্দ্বিতায় আসার কোনো আভাস না দিলেও স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম তালোড়ার পরপর চারবার নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ আলীর ছোট ভাই। শহীদ চেয়ারম্যান মোহাম্মদ আলীর কারণে মেহেরুল ইসলামের জনপ্রিয়তা ও পরিচিতি ব্যাপক। তাই এবারের নির্বাচনে স্থানীয় ভোটাররা বিএনপির মনোনীত মোজাফফর রহমান ঠা-ার ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলামের অটোরিকশার মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে। জনগণের আভাসে বাস্তবতা দেখতে আর এক দিন অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, তালোড়া ইউনিয়ন পরিষদের এবারের নির্বাচনে সর্বমোট ৯ হাজার ৭৩২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮২৮ ও মহিলা ৪ হাজার ৯০৪ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন