শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাকায় চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গা সমস্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল দুপুর ১২টার একটু আগে স্পেশাল ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলে আসেন। দু’দিনের এই সফরে তিনি গতকাল প্রথমে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে বারবার বলে আসছে চীন। কিন্তু ২৫ আগস্টের পর রাখাইন থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলে এটা স্পষ্ট হয়ে গেছে আন্তর্জাতিক চাপ সরে গেলে কিছুই করবে না মিয়ানমার। তাই আন্তর্জাতিক স¤প্রদায়কে নিয়েই আন্তর্জাতিক নিয়েই দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ। ফলে চীনের কথামতো দ্বিপক্ষীয় উপায়ে নয়, বহুপক্ষীয় উদ্যোগে বাংলাদেশ গুরুত্ব দেবে। পাশাপাশি মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও চলবে। সূত্র : ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন