বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভবানীপুর বিধান সভায় লড়বেন দিদি-বৌদি

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ভবানীপুর বিধানসভার আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে লড়বেন দীপা দাশমুন্সি। তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের ডাকসাইটে নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী। ভবানীপুর মমতার নিজের আসন। দীপা দাশমুন্সির বাড়িও দক্ষিণ কলকাতায়। তাই আসনটিতে দিদি-বৌদির জমজমাট লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দলে দিদি হিসেবে পরিচিত। আর দীপা কংগ্রেসের রাজ্য শাখায় বৌদি হিসেবে পরিচিত। দীপা দাশমুন্সি দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের রাস বিহারি এলাকার বাসিন্দা। এদিকে এ আসনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র হয়ে লড়বেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর বংশধর চন্দ্র কুমার বসু। বসুর পৈতৃক বাড়ি এখানে এলগিন রোডে।
রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এর আগে ঘোষণা করেছিলেন, দলের সাধারণ সম্পাদক ওম প্রকাশ মিশ্র এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কেন্দ্রীয় য় নির্বাচন কমিটির সঙ্গে রাজ্য কংগ্রেসের বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন