শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্যারিবীয় ঝড়ের পর আফ্রিদি তান্ডব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্যাট হাতে ব্যর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যর্থ বুমবুম তারকা শহিদ আফ্রিদি, ব্যর্থ আগের ম্যাচের নায়ক জহুরুল ইসলাম অমি- তাতে কী আর তারকা সমৃদ্ধ দল ঢাকা ডায়নামাইটসের বড় জয় আটকে থাকে? দলে যে আছে আরো ম্যাচ উইনার। ব্যাট হাতে ঝড় তুললেন ক্যারিবীয় ব্যাটিং দানব ইভিন লুইস ও কাইরন পোলার্ড। পরে বল হাতে তান্ডব চালালেন আফ্রিদি। রাজশাহী কিংসকেও ৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঢাকা ডায়নামাইটস তুলে নিয়েছে এবারের বিপিএলের টানা চতুর্থ জয়।
ঢাকার ২০১ রানের জবাবটা যেমন হওয়ার দরকার ছিল তার ধারেকাছেও যেতে পারেনি স্যামি-মুশফিকদের রাজশাহী। ২৪ ঘন্টার ব্যবধানে তাই দেখতে হলো উল্টো চিত্র। আগের দিন সিলেটের বিপক্ষে জয় পাওয়া দলটি এদিন গুটিয়ে গেল মাত্র ১৩৩ রানে। এ নিয়ে ২ জয়ের বীপরিতে ৪ ম্যাচ হারল রাজশাহী কিংস। পয়েন্ট তালিকাতেও তাদের অবস্থান পাঁচে।
রাজশাহীর ইনিংসে বিশোর্ধো রানের স্কোর মাত্র একটি। ২৩ বলে ৩৬ রানের ইনিংসটি আসে আগের ম্যাচের নায়ক জাকির হাসানের ব্যাট থেকে। বাকিরা ছিলেন বাজে শট খেলে আসা-যাওয়ার মিছিলে। ১১ রানে ৩ উইকেট নিয়ে শুরু ও শেষের আঘাতটা আবু হায়দার রনি হানলেও রাজশাহীর ব্যাটিং লাইন-আপ ভুগেছে মূলত আফ্রিদীর ঘূর্ণীপাকে। নিজের প্রথম ২ওভারে মাত্র ৪ রানের খরচায় তুলে নেন ৩ উইকেট। পরে মিরাজের উইকেটটিও নিয়ে নিজের বোলিং ফিগার করেন ৪-০-২৬-৪। মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই স্যামি ও ফ্র্যাঙ্কলিনের উইকেটটি নিয়ে দলের জয়ে ভুমিকা রাখেন অধিনায়ক সাকবও। এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওঠে ক্যারিবীয় ঝড়। ওপেনিংয়ে নেমে আফ্রিদির সঙ্গে মাত্র ৪ ওভারে ৫৩ রানের জুটি গড়েন লুইস। ৩ চারে ৮ বলে ১৫ রান করে আফ্রিদি বিদায় নিলেও অব্যহত থাকে লুইস তান্ডব। ৩৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৫ রানে থামেন লুইস। শেষদিকে ২৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত ৫২ রান করেন পোলার্ড। সেই সাথে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-২০তে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন পোলার্ড। প্রথম জনের নামটি নিশ্চয় বলে দিতে হবে না। ৩০৩ ইনিংসে ৭৭২টি ছক্কা হাঁকানো সেই দানবের নাম ক্রিস গেইল। পোলার্ড এই মাইলফলক স্পর্শ করলেন ৩৫১ ইনিংসে।
এছাড়া বলার মত সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ২২ বলে ২৮ রান। ঢাকাও পেয়ে যায় ৭ উইকেটে ২০১ রানের বিশাল সংগ্রহ। রাজশাহীর হয়ে হোসাইন আলী ৩৮ রানে ৩টি ও মেহেদী হাসান মিরাজ নেন ৩২ রানে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস : ২০ ওভারে ২০১/৭ (লুইস ৬৫, আফ্রিদি ১৫, জহুরুল ১৩, নাদিফ ৬, সাঙ্গাকারা ২৮, সাকিব ১১, পোলার্ড ৫২, নারাইন ০*; হাবিবুর ১/৪৩, মিরাজ ২/৩২, রেজা ০/৪০, হোসাই ৩/৩৮, ফ্রাঙ্কলিন ০/২৯, প্যাটেল ১/১৮)।
রাজশাহী কিংস : ১৮.২ ওভারে ১৩৩ (মুমিনুল ১৬, রনি ০, প্যাটেল ৬, জাকির ৩৬, মুশফিক ২, ফ্রাঙ্কলিন ৯, স্যামি ১৯, মিরাজ ১০, রেজা ৬, হাবিুবর ১*, হোসাইন ১; আবু হায়দার ৩/১১, সাকিব ২/২২, নারাইন ০/৩২, মোসাদ্দেক ০/১৮, আফ্রিদি ৪/২৬, সাদমান ১/১৯)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৬৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : এভিন লুইস (ঢাকা)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন