শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

১৯৩৪ সালে প্রকাশিত আগাথা ক্রিস্টির জনপ্রিয় রহস্য উপন্যাস অবলম্বনে থ্রিলার ফিল্ম ‘মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস’ পরিচালনা করেছেন কেনেথ ব্র্যানা।
‘সিন্ডারেলা’ (২০১৩), ‘জ্যাক রায়েন’ (২০১৩), ‘থর’ (২০১১), ‘হ্যামলেট’ (১৯৯৬), ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (১৯৯৪), ‘মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং’ (১৯৯৩) এবং ‘হেনরি ফাইভ’ (১৯৮৯) ব্র্যানা পরিচালিত কয়েকটি চলচ্চিত্র।
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন ওরিয়েন্ট এক্সপ্রেসে খুন হয় মার্কিন ব্যবসায়ী র‌্যাচেট (জনি ডেপ)। এই হত্যার রহস্য উদঘাটন করার দায়িত্ব পড়ে বিখ্যাত বেলজীয় গোয়েন্দা এরকুল পোয়ারো’র (কেনেথ ব্র্যানা) ওপর। খুন হবার সময় এরকুল নিজেই সেই ট্রেনের যাত্রী ছিল। তার তদন্তের প্রাথমিক লক্ষ্য মিসেস হ্যারিয়েট হুবার্ট (মিশেল ফাইফার)। তদন্ত করতে গিয়ে পোয়ারো আবিষ্কার করে আরও এক ডজনেরও বেশি যাত্রীর সঙ্গে র‌্যাচেটের সংশ্লিষ্টতা ছিল। এদের যে কেউ খুনি হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন