শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে- প্রধানমন্ত্রী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১১:৫৫ এএম | আপডেট : ১২:০০ পিএম, ২৩ নভেম্বর, ২০১৭

আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাভার সেনানিবাসে আয়োজিত সিএমপি কোরের সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা পারমাণবিক ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ¦লবে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক মজবুত। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ যাতে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলারও সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ৬-৭ শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের সহযোগিতায় আমাদের সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব-পুলিশসহ সাধারণ মানুষ আন্তরিকতা সঙ্গে কাজ করছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন