বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিশ্ব হেড ইনজুরি সচেতনতা দিবস পালিত

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে প্রথমবারের মতো দেশে উদ্যাপন করেছে ‘বিশ্ব হেড ইনজুরি সচেতনতা দিবস-২০১৬’। এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের ১নং গ্যালারিতে হেড ইনজুরির বর্তমান চিত্র ও এর প্রতিকারের বিষয়ক ১টি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব নিউরো সার্জনস-এর সভাপতি দেশবরেণ্য নিউরো সার্জন অধ্যাপক ডা. কণক কান্তি বড়–য়া। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন- ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য পাঠ করেন সোসাইটি অব নিউরো সার্জনের সাধারণ সম্পাদক ডা. মো. রাজিউল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটু সর্তক ও সচেতন হলেই আমরা হেড ইনজুরির ভয়াবহ সমস্যা অনেকাংশে দূর করতে পারি। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে শহীদ মিনার পর্যন্ত ১টি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালিতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন বক্তব্যসহ প্ল্যাকার্ড বহন করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন