শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লীতে মৌসুমের শীতলতম দিন ছিল গতকাল : ৩৫ ট্রেন চলাচল বাতিল

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানীতে চলতি মৌসুমের শীতলতম দিন ছিল গতকাল। দিনের তাপমাত্রা হ্রাস পেয়ে ৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়ায়। এছাড়া ঘনকুয়াশা অব্যাহত থাকায় রেল চলাচল ব্যাহত হয়। আবহাওয়া অফিস জানায়, নগরী ঘনকুয়াশায় ঢাকা পড়ে এবং ২শ’ মিটার দূরের কিছু দেখা যায়নি। গতকাল সকাল সাড়ে আটটায় ৯৭ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়। নর্দান রেলওয়ে জানায়, ৩৫টি ট্রেন চলাচল বাতিল করা হয় এবং দিল্লীতে আসা ও দিল্লী ছেড়ে যাওয়া ১৪টি ট্রেনের বিলম্ব হয়। একটি ট্রেনের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) এক কর্মকর্তা জানান, গতকাল ছিল মৌসুমের শীতলতম দিন। দিল্লী ও এর আশপাশের এলাকায় ঘনকুয়াশা অব্যাহত ছিল। এ আবহাওয়া আরো কয়েকদিন থাকতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস যা এই মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রী কম এবং সর্বনিম্ন তাপমপাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রী যা মৌসুমের গড় সর্বনি¤œ তাপমাত্রার চেয়ে এক ডিগ্রী কম। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন