শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল মোট ৩১৫টি কো¤পানির ১৪ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৮১১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে এদিন মোট লেনদেনের পরিমাণ ৪৩০ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ১৮৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৮৭ পয়েন্ট বেড়ে ৪৪৪২.১৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে ১৬৯১.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৪৬ বেড়ে ১০৭৯.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৫টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলোÑ কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিঃ, স্কয়ার ফার্মা, এএফসি এগ্রো, বিডি থাই, তিতাস গ্যাস, পাওয়ার গ্রীড ও অলটেক্স ইন্ডাঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলোÑ তুংহাই, ইস্টার্ন লুব্রিকেন্টস, বিএসআরএম লিঃ, প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট, ইস্টার্ন ইন্সুঃ, জেনারেশন নেক্সট, ইউনিক হোটেল, লঙ্কাবাংল ফাইন্যান্স ও লিগেসী ফুটওয়্যার।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলোÑ প্রাইম লাইফ ইন্সুঃ, অরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাঃ, এএফসি এগ্রো, অলিম্পিক এক্সেসরিজ, সিএমসি কামাল, মাইডাস ফাইন্যান্স, এনসিসিবিএল মি. ফা-১, সুহৃদ ইন্ডাঃ ও কেডিএস এক্সেসরিজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন