বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘বিশ্ব টেনিসের পথে আরেকধাপ’

লাম মোরশেদ এটিএফ বোর্ড অব ডিরেক্টর’স এর সদস্য নির্বাচিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত ১৮-১৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয় এশিয়ান টেনিস ফেডারেশনের (এটিএফ) বার্ষিক সাধারণ সভা। সভায় চলতি মেয়াদে ২০১৭-২০১৯ পর্যন্ত সময়ের জন্য এটিএফ বোর্ড অব ডিরেক্টরস এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ এটিএফ বোর্ড অব ডিরেক্টর এর সদস্য নির্বাচিত হন। প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এশিয়ান টেনিস ফেডারেশনের বোর্ড অব ডিরেক্টর এর নির্বাচন। সভায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট ডেভ হেগার্টি, এশিয়ান টেনিস ফেডাশেনের সভাপতি অনিল খান্নাসহ এশিয়ান টেনিস ফেডারেশনের অধিভুক্ত ৩০টি দেশের প্রতিনধিরা উপস্থিত ছিলেন।

এমন অর্জনে যার পর নাই খুশি গোলাম মোর্শেদ। গতকাল এক আলাপচারিতায় দৈনিক ইনকিলাবকে তিনি বলেন, ‘এই অর্জন শুধু আমার নয়, এটা বাংলাদেশ টেনিসের, সর্বোপরি গোটা বাংলাদেশের। এর মাধ্যমে বিশ্ব টেনিসে আমাদের প্রবেশদ্বার খুলে গেল। আমাদের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেল বহুগুণে।’ শুধু আর্জনে আপ্লুত হয়েই বসে থাকতে চান না মোর্শেদ, টেনিসের এই স্বপ্নদ্রষ্টা জানালেন, বাংলাদেশের টেনিসকে নিয়ে যেতে বহুদূরে, ‘টেনিস একটি অলিম্পিক গেমস। এটাকে ঘিরে আমার অনেক স্বপ্ন আছে।’
সেই স্বপ্নটা কেমন সেটিও জানালেন বাংলাদেশ টেনিস ফেডারেশেনের এই সাধারণ সম্পাদক, ‘ক্রিকেট, ফুটবলের মত এখন টেনিসও বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে। ঢাকা, বিকেএসপি এবং রাজশাহী মিলে সম্প্রতি আমরা ব্যাক-টু-ব্যাক তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টও করেছি এবং সফলভাবে শেষও করেছি। টুর্নামেন্ট গুলো ছিল বয়সভিত্তিক। তবে এবার থেকে আমার কাজ হবে আরো বড় টুর্নামেন্টের আয়োজক হওয়া। সেই সক্ষমতা যে আমাদের আছে সেটা এশিয়ান টেনিস ফেডারেশনকে (এটিএফ) বোঝানো আমার কাজ। বয়সভিত্তিক দল নিয়েও আছে ব্যাপক পরিকল্পনা। সেগুলো বাস্তবায়ন করতে আমাদের প্রেসিডেন্ট (বিটিএফ) শাহরিয়ার আলম অত্যন্ত আন্তরিক। এই ফেডারেশনেকে এগিয়ে নেবার ব্যপারে তিনি আমাদের সার্বিকভাবে সহযোগীতা করছেন।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন