শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যৌন নিপীড়নের বিরুদ্ধে কথা বলা নারীরা টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 যৌন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলা নারীদেরকে সম্মিলিতভাবে ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে টাইম। যৌন নিপীড়ন ও যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলা সেসব নারীকে ‘নীরবতা ভঙ্গকারী’ (সাইলেন্স ব্রেকার্স) হিসেবে অভিহিত করেছে বিশ্বখ্যাত এ সাময়িকীটি। ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে যৌন হয়রানির অভিজ্ঞতা শেয়ার করে একদল নারী। কয়েক মাস আগে হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উত্থাপনের মাধ্যমে অনলাইন আন্দোলনটি শুরু হয়। পরবর্তীতে রাজনীতি, ফিল্মের দুনিয়ায় বেশ শোরগোল ফেলে দেয় ‘মি টু’ আন্দোলনটি। সাহসী নারীদেরকে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ ঘোষণার ব্যাপারে টাইম সাময়িকীর প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, ‘গত কয়েক দশকে দেখা এটা ছিল সবচেয়ে দ্রæত ছড়িয়ে পড়া সামাজিক আন্দোলন।’ তিনি আরো বলেন, ‘ঘটনাগুলো মনে হবে অল্প কয়েক দিনেই ঘটে গেছে। কিন্তু এর প্রস্তুতি চলছিল বছর, দশক ও শতাব্দীব্যাপী।’ বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন