বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনা জরুরি : জাতিসংঘ

যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার ব্ল্যাকমেইল’র মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করছে : পিয়ংইয়ং

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুদ্ধের ঝুঁকি এড়াতে উত্তর কোরিয়ার সঙ্গে প্রয়োজনীয় সব রকম যোগাযোগ ব্যবস্থা চালু ‘অতি জরুরি’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গতকাল রোববার বিবিসি জাতিসংঘের বিবৃতির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়া সফরকালে জাতিসংঘের রাজনীতি বিষয়ক উপদেষ্টা জেফরি ফেল্টম্যান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এ প্রস্তাব উত্থাপন করেছেন। উত্তর কোরিয়াও জাতিসংঘের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে সম্মতি দিয়েছে। জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, এ অঞ্চলে বিরাজমান সা¤প্রতিক উত্তেজনা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য যুদ্ধ এড়িয়ে যেতে হবে। আর তাই নিয়মিত যোগাযোগ চালু করার কোনো বিকল্প নেই। গত ৫ ডিসেম্বর ফেল্টম্যান উত্তর কোরিয়ায় চারদিনের এক বিরল সফরে যান। তিনি এ সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ংসহ উচ্চপর্যায়ের কর্তাব্যক্তিদের সঙ্গে বেশ কিছু বৈঠক করেন। অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার বø্যাকমেইল-এর মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং। গতকাল শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা জেফরী ফ্লেটম্যান সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠকে এ অভিযোগ উত্থাপন করেছে উত্তর কোরিয়া। চলমান সংকট সমধানের লক্ষ্যে পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের সফর শুরু করতে শনিবার জেফরী বেইজিংয়ে পৌঁছেন। উত্তর কোরিয়া একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি এই সফর করছেন। উত্তর কোরিয়া জানায়, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ‘এই বৈঠকে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী নীতি এবং দেশটির নিউক্লিয়ার বø্যাকমেইল-ই কোরীয় উপত্যকায় চলমান উত্তেজনাকর পরিস্থিতির জন্য দায়ী।’ প্রতিবেদনে আরো বলা হয়, উত্তর কোরিয়া বিভিন্ন পর্যায়ে সফরের মধ্যদিয়ে নিয়মিত যোগাযোগের রক্ষায় জাতিসংঘের সঙ্গে একমত পোষণ করেছে। প্রতিবেদনটিতে জাতিসংঘ কর্মকর্তার সেঙ্গ কোরীয় নেতা কিম জং-উনের কোন বৈঠকের কথা বলা হয়নি। গত শনিবার ভোরে ফ্লেটম্যান বেইজিং পৌঁছেন এবং সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলেই নগরীর বিমানবন্দর ত্যাগ করেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন