বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবশেনা

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে অনুষ্ঠিত হবে শুদ্ধভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা। এই আয়োজনটি সরাসরি প্রচার করবে দেশের আরটিভি। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। একইসঙ্গে অংশ নেবেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। শিল্পীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। শুদ্ধভাবে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবেন শাহীন সামাদ, সুজেয় শ্যাম,শাহীন সামাদ, প্রিয়াঙ্কা গোপ, শফি মন্ডল, কিরণচন্দ্র রায়, ইন্দ্রমোহন রাজবংশী, দিঠি আনোয়ার, দেবলীনা সুর, লুইপা, বেলাল খান, ইউসুফ প্রমুখ। এ সময় আরো থাকবে বিশেষ নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে থাকবে বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) শিল্পীদের পরিবেশনা। সকাল সাড়ে ৮টায় শুরু হবে অনুষ্ঠান। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নানা আয়োজনের এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে স্মৃতিচারণ ও কবিতা আবৃত্তি করবেন সাংস্কৃতিকব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, ড. সৈয়দ আনোয়ার হোসেন, কবি আসাদ চৌধুরী, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শিমুল ইউসুফ ও শাকিলা মতিন মৃদুলা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন