বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তিযুদ্ধের নাটক স্মৃতির বাড়ি

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: ফরিদুর রেজা সাগরের গল্পে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘স্মৃতির বাড়ি’। ‘বাড়ি’ বিক্যুয়েলের এটি ১২তম নাটক। এক ঘণ্টার এ নাটকের গল্পে দেখা যাবে- চারজন অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রতিবেশী হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ তাঁদের বাড়ির সামনের খোলা মাঠ তাঁরা বিক্রি করবেন না। কিন্তু তাঁদের সন্তানরা পরবর্তী প্রজন্ম এককাট্টা হয় ওখানে বহুতল বিশিষ্ট এপার্টমেন্ট বানাবেন, সেই নিয়ে জটিলতা তৈরি হয়। নাটকটি নাট্যরূপ দিয়েছেন ও পরচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, নরেশ ভূঁইয়া, ইরফান সাজ্জাদ, অর্ষা, একে আজাদ, তিনু করিম, ফরহাদ, মম আলী প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৭.৫০ মিনিটে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন