শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিজয় দিবসে এটিএন বাংলার আয়োজন

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার। সকাল ১০.৩০টায় বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে সরাসরি স¤প্রচার হবে ‘কুচকাওয়াজ’। সকাল ১০.৪৫টায় প্রচার হবে হুমায়ূন আহমেদ এর রচনা ও পরিচালনায় নাটক ‘চরণ রেখা’। দুপুর ১২.০৫টায় প্রচার হবে ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো। ১২.৩০টায় প্রচার হবে কবিতা পাঠের অনুষ্ঠান ‘মুক্তির বন্দনা’। ১.০৫টায় প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘সূর্যোদয়ের সাক্ষাী’। ১.৩০টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘দেখা হবে এই বাংলায়’। ২.৩০টায় প্রচার হবে নৃত্যনাট্য ‘বিজয় ৭১’। ৩.০৫টায় প্রচার হবে বাংলা ছায়াছবি ‘এইতো প্রেম’। সন্ধ্যা ৬.২৫টায় প্রচার হবে তারিনের উপস্থাপনায় ফাগুন অডিওভিশন নির্মিত সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। অনুষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন হানিফ সংকেত। রাত ৭.৩০টায় রাজধানীর হাতিরঝিল থেকে সরাসরি স¤প্রচার করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’। দেশের খ্যাতনামা ব্যান্ডদল এবং শিল্পীরা এ অনুষ্ঠানে অংশগ্রহন করবেন । এছাড়া রাত ১০.৩০টায় প্রচার হবে টেলিফিল্ম ‘স্বাধীনতা ও বিজয়ের গল্প’, রচনা- এ আর প্লাসিড, পরিচালনা- হাররুর অর রশীদ প্রিন্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন