বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাইক চালানোর অনুমতিও পাচ্ছে সউদী নারীরা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মাস তিনেক আগে সউদী আরবে নারীদের ওপর থেকে গাড়ি চালানোর বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আর এখন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নারীরা ট্রাক ও মোটর সাইকেল চালানোর অনুমতিও পেতে যাচ্ছেন। গেল সেপ্টেম্বরে বাদশাহ সালমান একটি ডিক্রি জারি করেন, যেখানে বলা হয়- আসছে জুন থেকে গাড়ি চালাতে পারবেন সউদী নারীরা। দ্য সউদী জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক শুক্রবার পরিবর্তিত নিয়ম-নীতি নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, মোটর সাইকেল ও ট্রাক চালানোর অনুমতিও পাচ্ছেন সউদী নারীরা। ডিক্রি অনুযায়ী গাড়ি চালানো সংক্রান্ত আইন নারী ও পুরুষের জন্য একই হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন