বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিমান বাহিনী প্রধান কর্তৃক মালীগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ বিমান বাহিনী মালীতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এ কন্টিনজেন্ট এর প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার গতকাল মঙ্গলবার তেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দর ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর ওভারসীজ অপারেশন ডেপ্লয়মেন্ট সেলে মালীগামী কন্টিনজেন্টের এর সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান। তিনি আরো বলেন, মালির পরিবেশ আমাদের দেশের মত নয় সেখানে কাজ করার জন্য আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়েছে, আশা করি এ প্রশিক্ষণ আপনাদের দায়িত্বপালনের পথকে সুগম করবে। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন