শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রয়টার্সের সাংবাদিকদের মুক্তি দাবি ইইউ’র

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত দুই সাংবাদিককে দ্রæত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত মঙ্গলবার তারা এ দাবি জানায়। মিয়ানমার গত সপ্তাহে তাদেরকে গ্রেফতার করে। রয়টার্সে কর্মরত সাংবাদিক ওয়া লন (৩১) ও কিয়াও সোয়ে উকে (২৭) হঠাৎ করে গ্রেফতার করায় মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতা হরণের ব্যাপারে এক ধরনের শঙ্কা ছড়িয়ে পড়েছে। এদিকে দেশটির অং সান সুকির বেসামরিক সরকার মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। এ দুই সাংবাদিকের বিরুদ্ধে উপনিবেশ শাসনামলের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী সম্পর্কিত তথ্য প্রকাশ করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এ অঞ্চলে রোহিঙ্গা মুসলমানের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর জন্যে সামরিক বাহিনীকে দায়ী করা হচ্ছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন