বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন-পানামা ফ্লাইট চালু করবে এয়ার চায়না

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন এয়ার চায়না ২০১৮ সালে বেইজিং ও পানামার মধ্যে প্রথমবারের মতো ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে উভয় দেশ প্রাথমিক কাজ শুরু করেছে। গত মঙ্গলবার বিমানবন্দর কর্মকর্তারা একথা জানান। পানামা সিটি’র তকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর জানায়,এয়ার চায়নার নির্বাহী কর্মকর্তারা সুনির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে পানামা বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। খবরে বলা হয়, দু’দেশের মধ্যে ২০১৮ সালের মার্চ মাসে ফ্লাইট চালু করা হবে বলে আশা করা হচ্ছে। ফ্লাইটটি চালু হলে টেকনিক্যাল কারণে এটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে যাত্রা বিরতি করতে হবে। উল্লেখ্য, চীনের পতাকাবাহী এ এয়ারলাইনের বিশ্বের ৩৮ টি দেশের ১৮০ নগরীতে ফ্লাইট রয়েছে। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন