শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চামড়ার ব্যাপক চাহিদায় বিপাকে নাইজেরীয় গাধা

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চামড়ার উচ্চ চাহিদায় বিপাকে নাইজেরীয় গাধা। ভারবহনকারী প্রাণী হিসেবে যুগ যুগ ধরে পরিচিত হলেও গাধার চামড়া চীন দেশে একটি গুরুত্বপূর্ণ পণ্য। চীনারা বিশ্বাস করে গাধার চামড়া থেকে যে ওষুধ বানানো হয়, তা নানা রোগের উপশমকারী। এর ফলে প্রতি বছর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক গাধা চীনে রফতানি হয়। তবে গাধার ওপর গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক কর্মকান্ড নির্ভর করায় অনেক দেশই এটি রফতানি নিষিদ্ধ করেছে। এ অবস্থায় নাইজেরিয়া হয়ে উঠেছে গাধার চামড়া সরবরাহের প্রধান উৎস। একদিকে উচ্চমূল্যে গাধা রফতানি, অন্যদিকে গাধার অভাবে দৈনন্দিন কাজে বিঘœ ঘটা-এ দুই বিষয় নিয়ে দ্বিধায় আছেন নাইজেরীয় গাধার মালিকরা। আবার এ অবস্থায় গাধা বিলুপ্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। মরুভূমিতে বালি উত্তোলনকারী আবুবকর ইয়াউ। ধুলায় ধূসরিত স্যান্ডেল আর জিন্স ও টি-শার্ট পরা ইয়াউ বলেন, দুই বছর আগে আমাদের বাণিজ্যে সাহায্য করার মতো শক্তিশালী একটি গাধা ১৫ থেকে ১৮ হাজার নাইরা (৪২ থেকে ৫০ মার্কিন ডলার) দিয়ে কিনতাম, তবে এখন একটি ভালো গাধা কিনতে ৭০ থেকে ৭৫ হাজার নাইরা দিতে হয়। চায়না ডেইলি,এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন