বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন পরমাণু অস্ত্রকে ভয় পাবে না চীন-রাশিয়া

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলা ও তা ব্যবহারের যে ইঙ্গিত দিয়েছেন তাতে চীন ও রাশিয়া ভীত হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক ও সাবেক অধ্যাপক জেমস পেত্রাস। গত সোমবার নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হচ্ছে তার দেশের নিরাপত্তা নীতির ভিত্তি। তিনি বলেছেন, যদিও পরমাণু অস্ত্র সব সংঘাত প্রতিহত করতে পারে না তবে পরমাণু হামলাসহ বড় রকমের যেকোনো হামলা ঠেকানোর জন্য এগুলো জরুরি। আন্তর্জাতিক ইস্যুতে কয়েক ডজন বইয়ের খ্যাতিমান লেখক জেমস পেত্রাস ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প বলদর্পিতার মাধ্যমে বিশ্বে মার্কিন আধিপত্য ধরে রাখতে চাইছেন। কিন্তু এই নীতি চীন, রাশিয়া, ইরান এবং বিশ্বের অন্য দেশগুলোর জন্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, এখন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র শক্তি নয় যে, সে পরমণু অস্ত্রের মজুত গড়ে তুলে চীন, রাশিয়া ও ইরানকে ভীত-সন্ত্রস্ত করে তুলবে। প্রেস টিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন