বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একজন সফল নাট্যকার মাহবুবা শাহরীন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

একজন দক্ষ ও গুণী নাট্যকার হিসেবে মিডিয়ায় মাহবুবা শাহরীন পরিচিত। এক যুগেরও বেশি সময় ধরে তিনি নাটক, টেলিফিল্মের স্ক্রিপ্ট রচনা করছেন। তার রচিত নাটক ও টেলিফিল্ম দর্শকপ্রিয়তাও পেয়েছে। নাট্যাঙ্গনের পাশাপাশি সিনেমার স্ক্রিপ্টও তিনি লিখেছেন। তার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে মুক্তি পেয়েছে সোনাবন্ধু নামে একটি দর্শকপ্রিয় চলচ্চিত্র। তার লেখায় বিনোদনের উপাদানের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের নীতি-নৈতিকতা বিষয়ক বিভিন্ন দিক ফুটে উঠে। একজন লেখক হিসেবে তিনি তার দায়বোধ থেকে এ কাজটি করে থাকেন। বিনোদনের মাধ্যমে শিক্ষার বিষয়টি তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। আমাদের চিরায়ত সংস্কৃতির বিষয়টি মাথায় রেখেই তিনি লেখালেখি করেন। ফলে দর্শক যেমন তার লেখা একটি নাটক বা টেলিফিল্ম উপভোগ করেন, তেমনি সচেতনমূলক ম্যাসেজও পান। মাহবুবা শাহরীন বাংলাদেশ টেলিভিশন প্রডিউসার এসোসিয়েশন নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তিনি দেশের প্রথম সারির প্রডাকশন হাউজ এস. জি. প্রডাকশনেরও কর্ণধার। পাশাপাশি অসহায় শিল্পীদের সহায়তার লক্ষ্যে গঠিত বাংলাদেশ শিল্পী ঐক্যজোট এর অর্থ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন। মাহবুবা শাহরীন বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়বোধ থেকে লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছি। আমার লেখালেখিতে দর্শক যদি আমোদিত হয় এবং কিছু গ্রহণ করেন, তবেই আমার সার্থকতা। চেষ্টা করি, দর্শকের চাহিদার দিকে লক্ষ্য রেখে, একটি গল্প লিখতে। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দায়িত্ব পালন করে যেতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন