শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোল্টে বিধ্বস্ত উইন্ডিজ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এমন বিধ্বংসী রূপে আগে কখনো দেখা যায়নি ট্রেন্ট বোল্টকে। মাত্র ৩৪ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন-আপকে একাই ধ্বসীয়ে দেন বাঁ-হাতি পেসার। ফলে ৩২৬ রানের বিশাল লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি ক্যারিবীয়রা। ২০৪ রানে ম্যাচের সঙ্গে সিরিজ জয়ও তাতে নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। ক্যারিবীয়দের বিপক্ষে কিউইদের যা সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড।
ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জর্জ ওর্কার, রস টেইলরের ফিফটি ও হেনরি নিকলসের ৬২ বলে অপরাজিত ৮৩ রানের সুবাদে ৬ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ গড়ে কিউইরা। জবাবে ২৮ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। সফরকারীদের হয়ে কেউই ত্রিশোর্ধো ইনিংস খেলতে পারেননি। ১০ ওভার বল করে ৩ মেডেনসহ ক্যারিয়ারসেরা ৭ উইকেট নেন বোল্ট। বাকি তিনটি নেন লুকি ফার্গুসন।
আগামী ২৬ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ৩২৫/৬ (নিকোলস ৮৩*, ওর্কার ৫৮, টেইলর ৫৭, অ্যাস্টেল ৪৯; কটরেল ৩/৬২, হোল্ডার ২/৫২)।
ওয়েস্ট ইন্ডিজ : ২৮ ওভারে ১২১/১০ (নার্স ২৭, হোপ ২৩; বোল্ট ৭/৩৪, ফার্গুসন ৩/১৭)।
ফল : নিউজিল্যান্ড ২০৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন