শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাটমোহরের প্রাথমিকে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

পাবনার চাটমোহর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ জন শিক্ষকের পদ দীর্ঘ দিন শূন্য থাকায় লেখা পড়ায় স্থবিরতা নেমে এসেছে। উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলিতে দীর্ঘ দিন ধরে ৭৮ জন শিক্ষককের পদ শূন্য রয়েছে। এ সব শিক্ষকের পদ শূন্য থাকায় ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় বিঘœ সৃষ্টি হচ্ছে। চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯০ এবং নব সরকারি প্রাথমিক বিদ্যায় ৫৬ এবং সরকারিকরণ প্রক্রিয়াধীন রয়েছে ৬টি বিদ্যালয়। এ সব বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের ২১টি এবং সহকারি শিক্ষকের ৫৭ পদ শূন্য রয়েছে। অভিভাবকদের অভিমত বিদ্যালয়গুলিতে শিক্ষক সুষম শিক্ষক বণ্টন না থাকায় কোন বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় বেশি আবার কোন স্থানে অনেক কম শিক্ষক রয়েছেন। পদগুলি দ্রুত পূরণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকেরা আবেদন জানাচ্ছে। এছাড়া বিদ্যালয়গুলেরতে সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি না থাকায় বিদ্যালয়ের ল্যাট্রিনগুলি মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে এবং পানি পানেরও কোন টিউবয়েল নাই এত কোমলমতি শিক্ষার্থীরা নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন