মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিরে যেতেই হচ্ছে তাসকিনকে : আইসিসি’র নিষেধাজ্ঞা বহাল

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী, ব্যাঙ্গালুরু (ভারত) থেকে : ন্যায় বিচার পাবেন, ফিরে আসবেন দলে, দেখা যাবে টি-২০ বিশ্বকাপের চলমান আসরেই। গত ১৯ মার্চ তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হবার পরও তাই দলের সঙ্গে তাসকিনকে রেখে দিয়েছিল টীম ম্যানেজমেন্ট।  নেদারল্যান্ডসের বিপক্ষে ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশনে সন্দেহ পোষন করে আম্পায়ার সুন্দরম রবি এবং রড টাকারের রিপোর্টের প্রেক্ষিতে গত ১৫ মার্চ চেন্নাইয়ের ল্যাবরেটরীতে পরীক্ষা দিয়ে সেই পরীক্ষার রিপোর্টের ফল ভাল আসেনি। গত ১৯ মার্চ অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিনের বোলিংকে নিষিদ্ধ ঘোষনা করেছে আইসিসি। ম্যাচে বাউন্সার না দিয়েও বায়োমেকানিক্স পরীক্ষার পদ্ধতিগত ত্রুটি মেনে নিতে পারেনি টীম ম্যানেজমেন্ট। সংবাদ সম্মেলনে মাশরাফির কান্নায় ক্ষোভে ফুঁসে উঠেছিল সারা দেশ। বিসিবি’র আইনজীবির মাধ্যমে আইসিসি’র জুডিশিয়াল কমিশনে তাসকিন আপীল করে তার বোলিং নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ চেয়েছিলেন।  বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাঠানোর প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করে রিভিউ আবেদন করা হয়েছিল। বিসিবির বক্তব্য ছিল, পরীক্ষায় পাঠানোর আগে প্রয়োজনীয় ধাপগুলো তাসকিনে ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।তবে গত পরশু বিকেলে বেঙ্গালুরুর রিটজ-কার্লটন হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আবেদনের (রিভিউ) শুনানিতেও আইসিসি’র জুডিশিয়াল কমিশনের মন গলেনি।   শুনানি শেষে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখারই সিদ্ধান্তই নিয়েছে আইসিসি নিযুক্ত বিচারিক কমিশন। গতকাল সকালে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করায় তাসকিনের উপর ইতোপূর্বে আইসিসি’র আরোপিত  নিষেধাজ্ঞা  বহাল থাকার কথা জানিয়েছে। ফলে যে আশায় ভর করে এতোদিন দলের সঙ্গে অবস্থান করেছেন তাসকিন, সে আশা ভঙ্গ হলো তার। বাঁ হাতি স্পিনার  আরাফাত  সানির পর এশিয়া কাপ টি-২০ এবং টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক  পেস বোলার তাসকিন আহমেদকে দেশে ফিরে যেতে হচ্ছে।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার জুডিশিয়াল কমিশনার মাইকেল বেলফ কয়েক ঘণ্টাব্যাপী কনফারেন্স কলের মাধ্যমে শুনানি করেন। এতে তাসকিনের পক্ষে অসংখ্য যুক্তি তুলে ধরা হয়। সব যুক্তি শুনে ও এ বিষয়ে আইসিসির বক্তব্য পাওয়ার পর নিষেধাজ্ঞা বহাল রাখার রায় সব পক্ষকে জানিয়ে দেন তিনি।আন্তজাতিক ক্রিকেটে ফিরতে তাসকিনকে বোলিং অ্যাকশন শুধরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে আবার পরীক্ষা দিতে সেই পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। বোলিং নিষেধাজ্ঞাদেশ নিয়ে বেঙ্গালুরু থেকে ঢাকায় ফিরে গেছেন আরাফাত সানি। গতকাল   বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আজ দলের সঙ্গে বেঙ্গালুরু থেকে কোলকাতা হয়ে সেখান থেকে একা ঢাকার ফ্লাইট ধরার  কথা তাসকিনের। টীম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ তথ্যই দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Abdus Salam ২৪ মার্চ, ২০১৬, ১০:৩৬ এএম says : 0
তোমার প্রতি অবিচার হল। এ জন্য আমি চিরকাল ICC আর ইন্ডিয়ার মুখে থুতু মেরে যাব।
Total Reply(0)
Md Bablu Mia ২৪ মার্চ, ২০১৬, ১০:৩৭ এএম says : 0
এটা খুবই খারাপ করল
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন