বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্কুলের শুভেচ্ছা দূত হলেন চিত্রনায়িকা জয়া আহসান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জয়া আহসান অভিনয়ের আঙিনায় আলো ছড়িয়ে যাচ্ছেন দেশ থেকে বিদেশে। তবে অভিনয়ের পাশাপাশি সামজিক দায়বদ্ধতা এবং শিশুদের প্রতি ভালো লাগা থেকে স¤প্রতি একটি স্কুলের সাথে নিজেকে যুক্ত করেছেন জয়া। সিলেটে গত শুক্রবার ‘কিডস ক্যা¤পাস’ নামের একটি প্রি স্কুল ও থিম পার্কের সাথে নিজেকে যুক্ত করেছেন জয়া। এ স্কুলের শুভেচ্ছা দূত হিসেবে তিনি কাজ করবেন। জয়া বলেন, আমি অভিনয়ে আসার আগে ছাত্রাবস্থায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। তাছাড়া আমার মা রেহানা মাসউদ-ও ঢাকায় একটি প্রথম সারির স্কুলের শিক্ষক হিসেবে কাজ করেছেন। সেই তাড়না থেকেই শিশুদের জন্য সিলেটের ‘কিডস ক্যা¤পাস’-এর সাথে নিজেকে যুক্ত করেছি। এখানে ডে কেয়ার থেকে স্ট্যান্ডার্ড ওয়ান পর্যন্ত প্রাথমিকভাবে ভর্তি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল প্রি স্কুল কারিকুলাম অনুযায়ী এ স্কুল পরিচালিত হবে। তবে শুধু স্কুল-ই নয়, স্কুলের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য থাকছে একটি থিম পার্ক। আমি মূলত পড়াশোনার পাশাপাশি শিশুদের জোছনা দেখা, বৃষ্টিতে ভেজা, খালি পায়ে মাটির বোধ আস্বাদন করা, সর্বোপরি শিশুরা কিভাবে বিশ্ব দরবারে নিজের ভাষাকে, নিজের দেশ'কে তুলে ধরতে পারবে- এ বিষয়গুলোতেই জোর দেবো। জয়া জানান, গত শুক্রবার ‘কিডস ক্যা¤পাস’-এর উদ্বোধনী আয়োজনে স্কুলের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ তপাদার, ব্যবস্থাপনা পরিচালক মির্জা তারেক বেগ, প্রিন্সিপাল আতিয়া রসূল সহ স্কুলের পরিচালনা পর্ষদের সব পরিচালক'রা উপস্থিত ছিলেন। শিশুদের জন্য ভবিষ্যতে আরো অনেক কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জয়া জানান, আসছে শুক্রবার শিশুদের নিয়ে তার নতুন চলচ্চিত্র 'পুত্র' মুক্তি পাবে। সরকারী অনুদান প্রাপ্ত এ ছবিটি দেখবার জন্য জয়া বিশেষভাবে অনুরোধ করেন। জয়া বলেন, কিছু চলচ্চিত্র আমাদের বিনোদিত করে। কিছু চলচ্চিত্র বিকশিত করে। 'পুত্র' আমাদের শুধু বিনোদন-ই দেবেনা, আমাদের বোধের জায়গাগুলোও নতুন করে জাগিয়ে তুলবে বলে আমার বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন