কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা ঃ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে আর কোন দিন ২০১৪ সালের মত নির্বাচন হবে না। নির্বাচনের জন্য প্রস্তুতি থাকতে হবে, তেমনি আন্দোলনও চালিয়ে যেতে হবে। আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে নিরপেক্ষ নির্বাচন মেনে নিতে। আ’লীগ কী কারণে ক্ষমতা ছাড়তে চায় না, তার কারণ হলো বিনা ভোটে ক্ষমতায় এসেছে অন্যদিকে বড় বড় প্রকল্পের দুর্নীতি করেছে। কিন্তু গ্রামের প্রতি তাদের নজর নেই। ছোট কাজে দুর্নীতি বেশি করতে পারবে না বলে গ্রামে কাজ করে না। মওদুদ আরও বলেন, উন্নয়ন আর গণতন্ত্র এক জিনিস নয়। আজ বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এই আন্দোলন হলো গণতন্ত্র আইনের শাসন ফিরিয়ে আনার আন্দোলন। এ আন্দোলনে বিএনপিকে জিততে হবে। আগামীতে একজনকেও যেন কেন্দ্র থেকে বাহির করতে না পারে সেজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যখন আন্দোলনের কর্মসূচী দিব, তখন পিছনে যাওয়ার সুযোগ নেই। ভোট বিহীন অনির্বাচিত এই সরকারের রোষানলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। ৩৬ বছর একটি বাড়িতে ছিলাম। আমার সেই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করা হল। বিএনপি করি বলি এই প্রতিহিংসার স্বীকার হয়েছি। সামান্য আপোষ করলে আমার বাড়ি যেত না। আমি বেঈমানি করতে পারি না। ক্ষমতায় যেতে পারি আর নাই পারি এ জন্য আপোষ করতে পারি না। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দুর্নীতি চলছে। ক্ষমতা ছাড়ার পর বুঝতে পারবে কোন সরকার শেষ সরকার নয়। গত ৫ বছর বিনা ভোটে ক্ষমতায় আছে এ সরকার। সরকারী দলের নির্যাতনে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদেরকে আগামীতে ক্ষমতায় আসলে চাকুরী ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
তিনি গতকাল রবিবার বিকেল ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ নিজ বাস ভবন সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা মাঠে কবিরহাট উপজেলা ও পৌরসভার তৃণমূল নেতাকর্মীদের কর্মী সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্বে করেন, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, বিএনপির নেতা আবু বাহার, মোঃ শাহাব উদ্দিন, চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জাকির হোসেন সেলিম, আলতাফ হোসেন দুলাল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন