বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মূকাভিনয়ের মাধ্যমে মাইম আর্ট-এর বর্ষবরণ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফেব্রুয়ারিতে ১১বছরে পদার্পণ করবে মাইম আর্ট থিয়েটার। তাই শো-এর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছে দলটি। গতকাল সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজিত হয় মাইম আর্ট-এর ‘গুরু-শিষ্যের একক মূকাভিনয়’ শিরোনামের একক মূকাভিনয়। মূকাভিনয় পরিবেশন করেন মাইম আর্ট এর প্রধান মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব এবং তারই ছাত্র মাইম আর্ট-এর টুটুল। দলের ১০বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া পাশাপাশি নতুন প্রজন্মের একজন মেধাবী মূকাভিনয় শিল্পীকে দর্শকের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন বছরে পর্যায়েক্রমে নতুন প্রজন্মের আরো কয়েকজন মেধাবী মূকাভিনয় শিল্পীকে নিয়ে এমন আয়োজন করবে মাইম আর্ট। এছাড়া ১০ বছর পূর্তি উপলক্ষে ফেব্রুয়ারি মাসে একটি মূকাভিনয় উৎসব করা, কয়েকটি কর্মশালা, সেমিনার, মূকাভিনয় প্রতিযোগিতা, বিভিন্ন জেলায় মূকাভিনয় পরিবেশন সহ বেশকিছু পরিকল্পনা রয়েছে দলটির।নিথর মাহবুব বলেন, দেশে মূকাভিনয় শিল্পের প্রচার-প্রসার ও নতুন নতুন মূকাভিনয় শিল্পী তৈরির প্রতিশ্রুতি নিয়ে ১১ বছর আগে একটা কঠিন পরিস্থিতিতে মাইম আর্ট সংগঠনটি গঠন করেছিলাম। ভেবে আনন্দ পাই স্থবীর অবস্থা থেকে দেশের মূকাভিনয় শিল্প আজ অনেকটা প্রসারিত হয়েছে। নতুন প্রজন্মের অনেক মূকাভিনয় শিল্পী তৈরি হয়েছে। যেখানে ঢাকায় শুধু মূকাভিনয় নিয়ে কাজ করার একটি মাত্র সংগঠন সচল ছিল সেখানে আজ সারা দেশে অনেক মূকাভিনয়ের দল তৈরি হয়েছে এবং দলগুলো নিয়মিত কাজও করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন