বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আহলে সুন্নাত সংস্থার সভায় বক্তাগণ - সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পরিণাম ভয়াবহ হবে

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি) বাংলাদেশ আয়োজিত সাধারণ সভা সংস্থার সভাপতি শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনছারীর সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর সঞ্চালনায় বহদ্দারহাটস্থ কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পরিণাম ভয়াবহ হবে। নাস্তিক্যবাদীরা ইসলাম তথা মুসলমানদের ধর্মীয় কর্মকা- নিয়ে যেভাবে খেল-তামাশা করছে তা কোনোক্রমে শোভনীয় নয়। ইসলাম শান্তি, শৃঙ্খলা, সাম্য ও ভালোবাসার ধর্ম। এটাকে নিয়ে ভেলকিবাজি করলে কারো রেহাই হবে না। বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের নানামুখী ষড়যন্ত্র চলছে।
বক্তারা বলেন, ইহুদি-খ্রিষ্টানদের আজ্ঞাবহ হয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে দেশে নাস্তিক্যবাদ ও জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আবুল মাওলানা আবুল কালাম আমিরী, হাফেজ মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন