শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিকেএসপির রেকর্ডে শেষ জাতীয় আরচ্যারি

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রেকর্ড গড়ার মধ্যদিয়ে শেষ হলো তীর ৯ম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপের খেলা। আসরের রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে বিকেএসপি সর্বোচ্চ ১৯৩৭ স্কোর তুলে ২০১৪ সালের রেকর্ড (১৮২৪ স্কোর) ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে। এছাড়া কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশ আনসারের মো: মিলন মোল্লা সর্বোচ্চ ৬৮৫ স্কোর করে নতুন জাতীয় রেকর্ডের অধিকারী হন। এবারের জাতীয় আরচ্যারির রিকার্ভ ইভেন্টে ১ স্বর্ণ ও ২ রৌপ্য এবং কম্পাউন্ডে ৪ স্বর্ণ ও ২ রৌপ্যসহ মোট ৯টি পদক জিতে সেরা হয় ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব। এই ক্লাবেরই নারী আরচ্যার রোকসানা আক্তার ৩টি স্বর্ণপদক জয় করে টুর্নামেন্টের সেরা আরচ্যার নির্বাচিত হন। গতকাল টঙ্গীর আহসানউল্লাহ মাষ্টার স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:)। এসময় উপস্থিত ছিলেন সিটি গ্রæপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোয়েব মো: আসাদুজ্জামান, আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মো: আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল ও টুর্নামেন্টের সমন্বয়কারী মো: ফারুক ঢালী।

নাছির স্মৃতি ফুটবল
স্পোর্টস রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ীস্থ মাতুয়াইল বন্ধুমহলের আয়োজনে মৃধা বাড়ি স্কুল মাঠে আজ থেকে শুরু হচ্ছে ‘প্রথম নাছির স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। বিকাল তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মনসুর স্পোটিং ক্লাব ও মিরপুর একাদশ। ৩২ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের খেলা হবে লিগ পদ্ধতিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন