বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

২০ জানুয়ারি নয়, ডিপিএল শুরু ৫ ফেব্রæয়ারি

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দায়িত্ব নিয়ে সিসিডিএমের নতুন চেয়ারম্যান বলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে পারে ২০ জানুয়ারি থেকে। তবে সেটা পিছিয়ে গেল আরও দিন পনেরো। দেশের একমাত্র লিস্ট-এ টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ ৫ ফেব্রæয়ারি। সিসিডিএমের চেয়ারম্যান লিগ শুরুর তারিখ জানান, যা হবে ৯ তারিখ থেকে শুরু বিসিএলের তিন রাউন্ড পর, ‘আমাদের ইচ্ছে ছিল জানুয়ারির শেষ সপ্তাহে লিগ শুরু করার। কিন্তু মাঠের স্বল্পতা আছে। জাতীয় লিগ এখন শেষ, বিসিএলের প্রথম তিন রাউন্ড শেষ হবে ২৪ জানুয়ারির মধ্যে। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজ ড্রাফট অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। লিগ শুরু হবে ৫ ফেব্রæয়ারি।’
তারিখ পেছানোর পাশাপাশি বদলেছে নিয়ম কানুনও। ৪ জনের বদলে এবার আগেরবারের থেকে ৫ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে ক্লাবগুলো, ‘প্রতিটি ক্লাব ৫ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। বেধে দেওয়া সময়ের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের নাম জমা দিতে হবে।’
এবার একজন বেশি ক্রিকেটার ধরে রাখা নিয়ে ইনাম আহমেদ দিলেন ব্যাখ্যা, ‘২০১৬ মৌসুমে দুজন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম ছিল। স¤প্রতি আমরা দেখেছি বিপিএলের মত টুর্নামেন্টে ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হয়েছে। ক্লাবগুলোর সঙ্গে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারা চায় স্কোয়াডের ধারাবাহিকতা যতটা সম্ভব বজায় থাকুক।’
তবে ‘এ প্লাস’ ও ‘এ’ ক্যাটেগরির কোনো ক্রিকেটারকে ধরে রাখা যাবে না।এই দুই ক্যাটাগরির ১২ জন ক্রিকেটারের তালিকা ঠিক করবে জাতীয় নির্বাচকরা।তাদের দলে ভেড়াতে হবে ড্রাফট থেকে।
ধরে রাখা ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারেও নজর দেবে সিসিডিএম, ‘ধরে রাখা ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ ড্রাফটের আগেই পরিশোধ করতে হবে। কোনো ক্লাব সেটি না করলে সেই ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারবে না। ওই ক্রিকেটার ড্রাফটে চলে আসবে।’ এছাড়া ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়ার টাইমলাইনও ঠিক করা হয়েছে, ‘ড্রাফট থেকে যাদের নেওয়া হবে, তাদেরকে টুর্নামেন্ট শুরুর আগেই বেধে দেওয়া সময়ে ৫০ শতাংশ টাকা দিয়ে দিতে হবে। ২৫ ভাগ দিতে হবে টুর্নামেন্ট চলাকালীন, বাকি ২৫ ভাগ টুর্নামেন্ট শেষে।’
এছাড়া ২০ জানুয়ারি থেকে ঢাকা প্রথম বিভাগ ও ১০ জানুয়ারি থেকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর তারিখ দেওয়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন