শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চ্যানেল আইতে একাত্তরের ক্ষুদিরাম

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ চ্যানেল আইতে প্রচার হবে ২৬ মার্চ দুপুর ২টা ৪০ মিনিটে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মান্নান হীরা। অভিনয় করেছেন- মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুন্সী মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ। শিশুশিল্পীদের মধ্যে রয়েছে স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজি প্রমুখ। গল্প সম্পর্কে নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধে যে নানা ধরনের নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিল তারই প্রতফলন দেখা যাবে এই চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। এখানে দর্শক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত বর্ষের ক্ষুদিরামকে খুঁজে পাবে।’ চলচ্চিত্রটির শিল্প নির্দেশক উত্তম গুহ, সহযোগী নির্দেশক এম এ আউয়াল, প্রধান সহকারী পরিচালক মো. শফিউল্লাহ সোহাগ ও সঙ্গীত পরিচালনায় আছেন সুজেয় শ্যাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন