শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মায়ের চাওয়াতেই বিজয়ের ঢেউ খেলানো চুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তার ঘাড় পর্যন্ত ঢেউ খেলানো চুল অনেকেরই নজর কেড়েছে গত কিছুদিনে। জন্ম দিয়েছে কৌতুহলের। মজা করে হোক বা সত্যি, কিছুদিন আগে বলেছিলেন, জাতীয় দলে না ফেরা পর্যন্ত আর চুল ছোট করবেন না। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন। জায়গা পেয়েছেন ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দলেও। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর তাই এমানমুল হক বিজয়ের দিকে প্রথম প্রশ্ন, এবার কি তাহলে চুল ছোট করে ফেলবেন? জানালেন অন্য কোন কারণ নয়, মায়ের পছন্দেই রেখেছেন লম্বা চুল। মায়ের পছন্দ আপাতত থাকছে এমন সজ্জা। 

গতকাল তামিমের সঙ্গে নেটে অনেকক্ষণ ব্যাট করার পর সাইড লাইনে এসেও নক করে যাচ্ছিলেন। বহুদিন পর পাওয়া সুযোগ কাজে লাগানোর তাগিদ বোঝা যাচ্ছিল তার ভেতর। নতুনভাবে ফিরে এসেছেন, সঙ্গে নতুন বেশ। বাবা পছন্দ না করলেও তার মা চান ঝাঁকড়া চুল নিয়েই পারফর্ম করুক ছেলে, ‘আসলে চুল বড় রাখা আমার আম্মুর খুব পছন্দের। বাবা যদিও পছন্দ করে না। তবে আম্মু পছন্দ করে। আম্মুর জন্যই রাখা। আম্মু বলছে যে চুল বড়ই থাক। অনেক দিন পর জাতীয় দলে আসছো,বড়ই থাক। মন দিয়ে খেলো। দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করো। পরে যদি মনে চায় ফেলে দিয়ো।’
এনামুলের চুলের সঙ্গে ভারতের মাহেন্দ্র সিং ধোনীর এক সময়ের চুলের ফ্যাশনের মিল আছে। দুজনই উইকেটকিপার ব্যাটসম্যান। দুজনের জার্সি নাম্বারও এক। তবে ধোনীকে দেখে নয়, মায়ের পছন্দেই চুল বড় রেখেছেন তিনি, ‘সে রকম না। তবে জার্সি নম্বর দেখে সেটা মনে হতে পারে। কিন্তু তা নয়। গত কালও এটা নিয়ে কথা হয়েছে। আম্মু বললো চুল থাকুক। চুল নিয়ে চিন্তা করার দরকার নাই। ভালো করে খেলো।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন