শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিটিভি’র মানোন্নয়নে একযোগে কাজ করুন : তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশ টেলিভিশনের মানোন্নয়নে বিটিভি’র সকল কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে এবং তথ্য মন্ত্রণালয় এবিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে সবসময় প্রস্তুত।
গতকাল সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধŸতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন । তারানা হালিম বলেন, বর্তমান সরকার দেশ ও মানুষের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে।জনকল্যাণ, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়ন কাজগুলো বিটিভিকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এ উন্নয়নের সুফল সম্পর্কে সচেতন হয়। এছাড়াও বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেন তিনি।
তথ্যসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, উপমহাপরিচালক (বার্তা) মোহাম্মদ নাসির উদ্দিন, উপমহাপরিচালক (অনুষ্ঠান) সুরৎ কুমার সরকার, প্রধান প্রকৌশলী মোঃ সোলেমান হক, মহাব্যবস্থাপক মাসুদুল হক, মুখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন