শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কাশির সিরাপ খেয়ে আইপিএলে নিষিদ্ধ ইউসুফ!

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এমনিতেই ২০১২ সালের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন ইউসুফ পাঠান। ভারতের জার্সিতে ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মারমুখি এই ক্রিকেটারের খোরাক ছিল আইপিএল। আগামী আসরে তার দল কোলকাতা নাইট রাইডার্সও ছেড়ে দিয়েছে তাকে। এর চেয়ে খারাপ খবর হচ্ছে, ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সব ধরণের ক্রিকেট থেকে পাঁচ মাসের নিষেধাজ্ঞা পাওয়ায় এবারের আসরে খেলাই হচ্ছে না এই স্পিন অলরাউন্ডারের!
তবে ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার জেনেশুনে পারফর্মেন্স ভালো করার জন্য কোনো ড্রাগ নেননি, বর! নিষিদ্ধ কাশির সিরাপ খেয়েই ভুলের মাসুল দিচ্ছেন তিনি। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘২০১৭ সালের ১৬ মার্চ ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা চলার সময় বিসিসিআই’র অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রামের কাছে প্র¯্রাবের নমুনা দিয়েছেন পাঠান। পরবর্তীতে তা পরীক্ষা করে তাতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ (প্রতিযোগিতার ভেতরে ও বাইরে) ড্রাগের তালিকাভুক্ত টার্বুটালিনের অস্তিত্ব পাওয়া যায়।’ অবশ্য অভিযোগ আসার পরেই পাঠান নিজের যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া তুলে ধরেন বোর্ডের কাছে। তার চিকিৎসায় নির্ধারিত ঔষধের পরিবর্তে নিষিদ্ধ টার্বিটালিন দেওয়া হয়েছিল বলে আশ্বস্ত করেন বোর্ডকে। বোর্ডও তার কথায় বিশ্বাস করে। তবে তাতে মাত্রা কমলেও শাস্তি এড়ায়নি তার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন