বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তামিমে চোখ প্রীতি জিনতার!

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আইপিএলের সূচনা থেকে থাকলেও এখনো শিরোপা ঘরে তুলতে পারে নি দলটি। তবে আসন্ন আইপিএলের জন্য ভালোভাবেই পরিকল্পনা করছে পাঞ্জাব। ভারতীয় মিডিয়ার মতে, পাঞ্জাবের নতুন বছরের পরিকল্পনায় আছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান।
ব্যাট হাতে গেল বছরটি দুর্দান্ত কাটিয়েছেন তামিম। পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আইপিএলে বাংরাদেশের এই ড্যাশিং ওপেনারকে পেতে আগ্রহী কয়েকটি ফ্রাঞ্চাইজি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের কিছু ওয়েবসাইটের মতে, কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা তামিমকে দলে পেতে বেশ আগ্রহ দেখিয়েছেন। এর আগে ২০১৫ সালে পুনে ওয়ারিয়র্স দলে ডাক পেয়েছিলেন তামিম। কিন্তু সেবার কোনও ম্যাচ খেলার সুযোগ পান নি এই বামহাতি ব্যাটসম্যান।
আসন্ন আইপিএলের ১১তম আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ৮ জন বাংলাদেশী ক্রিকেটার। এরা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। বরাবরের ন্যায় এবারের আইপিএলের নিলাম হবে দুই দিন ধরে, ২৮ ও ২৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে। আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের একাদশ আসর।
আইপিএলে ২০১১ সাল থেকেই কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দলটির হয়ে দুটি শিরোপা জয়ের স্কোয়াডে ছিলেন সাকিব। তবে ২০১৮ সালের নিলামের জন্য সাকিবকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএলে প্রথমবার খেলেছিলেন সানরাইজার্স হায়দারাবাদের হয়ে। প্রথমবারেই দল হয়েছিল চ্যাম্পিয়ন। পাশাপাশি মুস্তাফিজ হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। তবে আসন্ন নিলামের জন্য মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে হায়দারাবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন