মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় আবারো রাসায়নিক হামলার অভিযোগ

পূর্ব ঘাউতায় রাশিয়া সমর্থিত বাহিনীর বিমান হামলায় নিহত ১৭৯

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় আবারও রাসায়নিক হামলার অভিযোগ পাওয়া গেছে। বিবিসি জানায়, দামেস্কের শহরতলীর পূর্ব ঘাউতা এলাকায় সরকারি বাহিনী ও রাশিয়ান বাহিনীর মধ্যে মিসাইল হামলার পর ক্লোরিন গ্যাসের গন্ধ পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীরা জানান, ছয়জনকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বছর খান সেইখুন শহরে সারিন গ্যাস হামলায় ৮০ জনেরও বেশি প্রাণ হারায়। সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে বেশ কয়েকবার ক্লোরিন হামলার অভিযোগ উঠেছে। তবে সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার পূর্ব গৌতায় রাশিয়া সমর্থিত সরকারি বাহিনীর বিমান হামলায় গত দুই সপ্তাহে ১৭৯ জন নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এই তথ্য দিয়েছে। রুশ যুদ্ধ বিমানের সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত জেলাটিতে গত ২৯ ডিসেম্বর থেকে এ হামলা চালাচ্ছে। বিদ্রোহীদের গোলন্দাজ বাহিনীর প্রতিরোধ শক্তিকে গুড়িয়ে দিতে এ হামলা চালানো হচ্ছে। সিরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা পূর্ব গৌতায় হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের ছবি প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবিতে দেখা গেছে হামলায় অনেক শিশু মারা গেছে, ধ্বংসস্তুপের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে শিশু ও নারীদের। তবে আল জাজিরা এসব ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। গত ২০১৩ সাল থেকে সিরিয়ার সেনাবাহিনী পূর্ব গৌতা অবরোধ করে রেখেছে। শহরটিতে চার লাখেরও বেশি লোকের বাস। গত চার বছরের অবরোধের কারণে শহরটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গত নভেম্বরে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জেন ইগেল্যান্ড অবরোধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়কে ‘মানব সৃষ্ট দুর্যোগ ’ আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, এ কারণে শহরের বাসিন্দারা অপুষ্টিতে ভুগছে এবং ধীর ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন