মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু -সিইসি

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১:০৯ পিএম | আপডেট : ১:১৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশা প্রকাশ করেন।
এ সময় সিইসি বলেন, অক্টোবর মাস থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যে কোন সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা, নদীভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।
এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এর সিদ্ধান্ত নেবে। সিইসি পরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন