শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতের সেনাপ্রধানের মন্তব্যে ক্ষুব্ধ চীন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াতের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চীন। রাওয়াতের মন্তব্যকে ‘অগঠনমূলক’ আখ্যা দিয়ে বেইজিং দাবি করেছে, এতে সীমান্ত এলাকার শান্তি ও স্থিতাবস্থার ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়বে। উল্লেখ্য, গত সপ্তাহে জেনারেল রাওয়াত বলেছিলেন যে, সামরিক দিক থেকে ভারতের নজর পাকিস্তানের সঙ্গে পশ্চিম সীমান্ত থেকে সরিয়ে চীনের সঙ্গে উত্তরাংশের সীমান্তে নিয়ে আসা প্রয়োজন। তিনি আরও বলেছিলেন, চীন শক্তিশালী হতে পারে, ভারতও দুর্বল নয়। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু ক্যাং বলেছেন, গত এক বছরে ভারত ও চীনের সম্পর্কে বেশ কিছু ওঠা-পড়া দেখা গিয়েছে। এই প্রসঙ্গে ক্যাং বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও মতপার্থক্য যথাযথভাবে সামলা দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সহমত হয়েছিলেন দুই দেশের নেতৃবৃন্দ। স¤প্রতি দুই পক্ষ আলাপ-আলোচনা বাড়িয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি বেশ কিছুটা গতি পেয়েছে। এ ধরনের প্রেক্ষাপটে ভারতের পদস্থ সেনা আধিকারিকের অগঠনমূলক মন্তব্য শুধুমাত্র দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সহমতেরই পরিপন্থী নয়, তা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির প্রচেষ্টার ক্ষেত্রেও সামঞ্জস্যপূর্ণ নয়। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, এ ধরনের মন্তব্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক নয়। সূত্র : এবিপি আনন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন