সাতক্ষীরা জেলা সংবাদদাতা
কালো টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন আ.লীগের পরাজিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। গত বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী এবং বিজয়ী প্রার্থী ইসরাইল গাজী কালো টাকা দিয়ে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে। তিনি বলেন, গত ১১ মার্চ সন্ধ্যায় নির্বাচনী এলাকা চৌবাড়িয়ায় জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের হাতে তিনিসহ অনেক নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে সাতক্ষীরা থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থলে যান এবং প্রতিশ্রুতি দেন জামায়াত ও বিএনপির লোকজন যাতে ভোট দিতে না পারে সে ব্যবস্থা করা হবে। কিন্তু সাতক্ষীরার শীর্ষ মাদক, অস্ত্র চোরাকারবারী ও হুন্ডি ব্যবসায়ী, দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে আল ফেরদৌস আলফা তার পার্টনার ইসরাইল গাজীকে অর্থের যোগান দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে। পুলিশ দিয়ে আ.লীগের এক কর্মীকে সারাদিন আটকে রাখে। এছাড়া তার এজেন্টর কাছ থেকে স্বাক্ষর নিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি কালো টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদে পুনঃনির্বাচন এবং আলফা ও তার পার্টনার ইসরাইল গাজীর গ্রেফতার দাবি করেছেন সরকারের কাছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন