মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোনারগাঁয়ে কারখানায় আগুন ব্যাপক ক্ষতি

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ উপজেলা সংবাদদাতা : সোনারগাঁয়ের কাঁচপুর সিনহা এন্ড ওপেক্স গ্রæপের ডেমিন নিটিং সেকশনের টিনসেট বিডিংয়ের নীচতলায় গতকাল শুক্রবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই সেকশনের সুতা, মেশিন ও নেটসহ অন্যান্য মালামাল আগুনের পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন শ্রমিক আহতের খবর পাওয়া যায়নি।
সিনহা এন্ড ওপেক্স গ্রæপের ম্যানেজার কর্নেল দেলোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে ডেমিন নিটিং সেকশনে টিনসেটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে হঠাত করে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে ভেতরে থাকা সুতা ও নেটে ছড়িয়ে পড়ে। এসময় ভেতরে থাকা মেশিনসহ কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ডেমরা, হাজিগঞ্জ ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন