বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খালেদা জিয়াকে জেলে নেয়ার আশা সরকারের পূরণ হবে না -গয়েশ্বর চন্দ্র

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার আশা সরকারের পূরণ হবেনা বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, খালেদা জিয়াকে প্রতিদিন হয়রানি করছেন। বলছেন জেলে নেবেন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরও একটি জঘন্য নির্বাচন করবেন। কিন্তু আপনাদের সেই আশা কোনদিন পূরণ হবে না। দেশে ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হবে না। জনগণ তাদের ভোটাধিকার নিয়ে আর ছিনিমিনি খেলতে দেবে না। গতকাল (সোমবার) জাতীয় প্রেসক্লাবে আক্তার হোসেন মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ দল ও অঙ্গ সংগঠনের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র বলেন, সরকার স্বপ্ন দেখছে খালেদা জিয়াকে জেলে দিয়ে তারা ৫ জানুয়ারির মতো নির্বাচন করে আবার ক্ষমতায় যাবে। তাদের সেই আশা কোনদিন পূরণ হবে না। বরং আপনাদেরকেই একদিন জেলে যেতে হবে। সেই প্রস্তুতি নিন। কারণ এদেশের জনগণ খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন হতে দেবে না। বিএনপি চেয়াপারসনকে ছাড়া কোন নির্বাচন হবেও না। আর প্রধানমন্ত্রীর অধীনে কোন নির্বাচনের তো প্রশ্নই আসে না। বিএনপি নেতা গণতন্ত্রবিহীন বাংলাদেশের স্বাধীনতা অর্থহীন মন্তব্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রাজপথের আন্দোলন থেকে গ্রেফতার হওয়ার মধ্যে গর্ব আছে। অনেকে আছে বাসায় থেকে গ্রেফতার হচ্ছেন। তাদেরকে বলবো আসুন রাজপথের আন্দোলন থেকে আমরা গ্রেফতার হওয়ার চেষ্টা করি। বিএনপির এ নেতা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির। কিন্তু তার দেশে ফিরে আসার পথে বাধা এ সরকার। তাই সরকারকে বিদায় করতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে উল্লেখ করে এ জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান গয়েশ্বর। পরাজয়ের ভয়ে সরকার কৌশল করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত করেছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা। সংগঠনের সভাপতি মো. দিদারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম এ রাজ্জাকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন