শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হাজার রানের মালিক তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ৩:৪১ পিএম | আপডেট : ৪:০৫ পিএম, ২৩ জানুয়ারি, ২০১৮

দুটি মাইলফলকের সামনে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। কিছুক্ষণ আগে ছুঁয়ে ফেলেছিলেন একটি। এবার দ্বিতীয়টিও স্পর্শ করলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন ড্যাশিং ওপেনার।
ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের দরকার ছিল ৬৬ রান। তা করেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে এ গৌরব অর্জন করলেন তিনি।
কিছুক্ষণ আগে সনাৎ জয়াসুরিয়াকে টপকে একই ভেন্যুতে (মিরপুর) সর্বাধিক রান করার বিশ্বরেকর্ড গড়েছেন তামিম। প্রিয় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ২ হাজার ৫১৪ রান করেন মাতার হারিকেনখ্যাত জয়াসুরিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডটি নিজের করে নিতে তামিমের লাগল ৭৩ ইনিংস।
এ সিরিজকে বলা যেতে পারে তামিমের মাইলফলক ছোঁয়ার সিরিজ। গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ বাঁহাতি ওপেনার।
চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম দু’ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪* ও শ্রীলংকার বিপক্ষে ৮৪ রানের দু’টি ইনিংস খেলেন ফর্মের তুঙ্গে থাকা তামিম। আজকে তা আরও বড় হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন