বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

া দ্য বুলডোজার নামে খ্যাত আফ্রিকার কোন প্রেসিডেন্ট?
উ: জন মাগুফুলি (তানজানিয়া)।
া ২০১৬ সালে ওয়ার্ল্ডবুক ক্যাপিটাল সিটি কোনটি?
উ : উরুক্লো (পোল্যান্ড)।
া পদ্মাসেতুর কর্মরত একমাত্র বাঙালি নারী প্রকৌশলী কে?
উ : ইশরাত জাহান ইশি।
া ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উ : রবার্ট ওয়ার্লপোল।
া বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি?
উ : ভারত।
া আফগাতিস্তনের শেষ বাদশাহ কে ছিলেন?
উ : জহির শাহ।
া প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন?
উ : এম. এ. মুহিত।
া মংলা সিমেন্ট কারখানা
কোথায় অবস্থিত?
উ : সাতক্ষীরায়।
া অবিরাজ বৃষভশঙ্কর নামে কে পরিচিত ছিলেন?
উ: বিজয় সেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন