মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলছে

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১১:৪০ এএম

দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার সকাল পৌনে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কুয়াশার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর ৬টার দিকে নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হওয়ায় নৌপথ যাত্রী ও পরিবহনবোঝাই চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে পুনরায় আটকে পড়া ফেরিসহ সব ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পৌনে দুই ঘণ্টা ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন