সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মরহুম মেয়র আনিসুল হকের বাবা শরিফুল হক গতকাল বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। গতকাল বেলা ১১টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেনাপ্রধানের বড় ভাই ডিএনসিসির সাবেক মেয়র আনিসুল হক। বড় ভাইয়ের মৃত্যুর ৫৪ দিনের মাথায় বাবা হারালেন সেনাপ্রধান। সেনাপ্রধানের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটে জন্ম নেয়া শরিফুল হক আনসার বাহিনীর কর্মকর্তা ছিলেন। তার অপর দুই ছেলে ইকবাল হক ও হেলাল হক যুক্তরাষ্ট্র প্রবাসী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান দৈনিক ইনকিলাবকে বলেন, দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে। নিহতের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন